খেলতে গিয়ে ভুলে মহাসড়কে উঠে গাড়ি চাপায় প্রাণ গেল রাহিমের!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে ভুলে মহাসড়কে উঠে গাড়ি চাপায় মো. আব্দুর রাহিম নামে ৭ বছরের এক শিশু মারা গেছেন।
রবিবার (৫ মার্চ) দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ( তরী রেস্টুরেন্ট সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো. আব্দুর রাহিম (৭) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শালিহার গ্রামের আব্দুল হাকিমের ছেলে। সে বাবার সঙ্গে উপজেলার আবদার গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে থাকে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুর বাবা ডেকোরেশনের দোকানে, মা পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। রোববার সকালে বাবা-মা কাজে চলে গেলে বাড়িতে শিশুটি একাই ছিল। এসময় রাহিম খেলার ছলে মহাসড়কে চলে আসলে দ্রুত গতির অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক চালক ও দুর্ঘটনায় কবলিত অজ্ঞাত নামা গাড়ি সনাক্তকরণের কাজ চলছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতেদ এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।