খোকসার অসহায়দের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছে যুব রেড ক্রিসেন্ট
মনিরুল ইসলাম

একে তো মাঘ মাস তার ওপর রয়ে গেছে শৈত্যপ্রবাহের রেশ। মাঘের হাড় কাঁপানো তীব্র শীতে ঘরের উষ্ণতার মায়া ফেলে একদল তরুণ অসহায় শীতার্থদের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছে উষ্ণতার উপকরণ- একটি করে কম্বল!
বৈশ্বিক মহামারির আঘাতে জর্জরিত নিন্ম আয়ের পেশাজীবীদের গরম কাপড় পৌঁছে দেন যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
সোমবার (১৬ জানুযারি) দিনব্যাপী কুষ্টিয়ার খোকসার- খোকসা পৌরসভা, জানিপুর, শোমসপুর এবং জয়ন্তীহাজরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব কম্বল দেয়া হয়। মানবিক আবেদনের এ প্রয়াস বাস্তবায়নে সহায়তা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে সংস্থাটির কুষ্টিয়ার খোকসা ইউনিটের স্বেচ্ছাসেবীরা উপজেলার অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বিধবা এবং প্রতিবন্ধী- এমন ২ শতাধিক শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
শীতার্ত মানুষের কষ্ট নিবারণে যুব রেড ক্রিসেন্ট ইউনিট সবসময় পাশে থেকেছে বলে জানান স্বেচ্ছাসেবীরা। বলেন, তারই ধারাবাহিকতায় এ বছরও শীতার্থদের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট।
প্রসঙ্গত, যুব রেড ক্রিসেন্ট খোকসা উপজেলা টিম এর আগেও নানা সংকট আর দুর্যোগ-সংকটে মানুষের পাশে থেকে কাজ করেছে। এর অংশ হিসেবে করোনাকালীন অবস্থায় মাস্ক, অ্যাম্বুলেন্স, অক্সিজেনসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী ভাইরাসআক্রান্ত রোগীদের কাছে পৌঁছে দিয়েছে।