গাইবান্ধায় গলা কাটা লাশ উদ্ধার
রাসেল কবির, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে সুরত আলী প্রামাণিক নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। এসময় হত্যায় ব্যবহ্নত একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সাদুল্লাপুর সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন নদীর বাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পেশায় কৃষক নিহত সুরত আলী প্রমাণিকের বাড়ি সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. এনায়েত কবির বলেন, শনিবার সকালে বাঁধের পাশের একটি জমিতে গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে । এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে । পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।