গাছের চারা লাগানো নিয়ে হামলায় বৃদ্ধা নিহত
মো: মনিরুজ্জামান মনির, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

গাছের চারা লাগানো নিয়ে হামলায় মাদারীপুরের শিবচরে বৃদ্ধা নিহত, আটক -২, এলাকায় পুলিশ মোতায়েন
গাছের চারা লাগানো নিয়ে হামলায় মাদারীপুরের শিবচরের উমেদপুরে আলেয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটার কদমতলা গ্রামে বাড়ির সীমানায় গাছের চারা লাগানো নিয়ে হায়দার হাওলাদারের সাথে পার্শ্ববর্তী জব্বার হাওলাদারের দ্বন্দ চলছিল। এরই সুত্র ধরে রবিবার সকালে জব্বার হাওলাদারের সাথে হায়দারের মা আলেয়া বেগমের সাথে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে জব্বার হাওলাদার লোকজন নিয়ে এসে আলেয়া বেগমের উপর হামলা চালায় ও ঘরবাড়ি ভাংচুর করে। এতে আলেয়া বেগম মাথায় আঘাত পেযে গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে শিবচর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।