গাজীপুরে চাঞ্চল্যকর রানা হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে চুরির অপবাদে যুবক রানা মিয়াকে (৩০) পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামী আকাশকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শনিবার সন্ধ্যার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ‌রাতে র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামী আকাশ শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড এলাকার আব্দুল করিমের ছেলে। সে রানা মিয়াকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

র‌্যাব কর্মকর্তা মেজর এ এস এম মাঈদুল ইসলাম মোহনা টেলিভিশন অনলাইনকে  জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টায় রানাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আকাশ ও তার সহযোগীরা। পরে মুলাইদ (পশ্চিম পাড়া) গ্রামের পিয়ার আলী কলেজের পেছনে আকাশের ভাই শিপনের ভাঙারি দোকানের সামনে ভ্যানগাড়ি চুরির অপবাদ দিয়ে রানাকে রড, হাতুড়ি, লাঠি ও ড্রিল মেশিন দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর আহত করে। খবর পেয়ে তার স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সে মারা যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে গ্রামবাসী রানার লাশ নিয়ে খুনীদের গ্রেফতারে মানববন্ধন করে।

 

পরে নিহতের বাবা এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করলে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। র‌্যাব ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। পরে শনিবার বিকেল সাড়ে ৫টায় আকাশকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আকাশ স্বীকার করে সেসহ অন্যান্য পলাতক আসামীরা যুবক রানা মিয়াকে নির্যাতন করে এবং হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের আসামীকে শনিবার রাত সাড়ে ১১টায় শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button