গুরুদাসপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি

গুরুদাসপুরে সাংবাদিকদের ওপর হামলা, দোষীদের আটক ও এসিল্যান্ড-ওসি’র প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরের কৃষি জমিতে অবৈধ পুকুর খননে ভ্রাম্যমান নিউজ সংগ্রহে প্রশাসনের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকবৃন্দ।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

আজ (০৫ জানুয়ারি) দুপুরের দিকে গুরুদাসপুর থানা শাপলা চত্বরে উপজেলা সাংবাদিকদের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গুরুদাসপুর প্লেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার প্রতিনিধি দিল মোহাম্মদ। মানববন্ধনে গুরুদাসপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক সমকাল পত্রিকার প্রতিনিধি নাজমুল হাসানসহ সকল সাংবাদিকদের ওপর হামলাকারী অবৈধ পুকুর খননকারী সন্ত্রাসী নান্নু মোল্লাসহ তার সহযোগীদের অন্যদের অবিলম্বে ৭২ঘন্টার মধ্যে আটক ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মেহেদী হাসান শাকিল ও ওসি আব্দুল মতিনের প্রত্যাহারের দাবি তুলে বক্তব্য রাখেন, গুরুদাসপুর প্রেসক্লাবের সম্পাদক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মাজেম আলী, প্রেসক্লাবের যুগ্ন- সাধারন সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মিজানুর রহমান,চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কন্ঠ প্রতিনিধি আক্কাছ আলী,বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার প্রতিনিধি অহিদুল ইসলাম প্রমুখ।

অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন তাঁরা। এ মানববন্ধনে সাংবাদিকবৃন্দ ছাড়াও নানা শ্রেীণপেশার মানুষ অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গত ০৪ ডিসেম্বর ফসলি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহের জের ধরে সাংবাদিকদের ওপর এসিল্যান্ড ও ওসির উপস্থিতিতেই  হামলা চালিয়েছে অবৈধ পুকুর খননকারী চক্রের সন্ত্রাসী বাহিনীরা। এ হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সমকালের গুরুদাসপুর প্রতিনিধি মো. নাজমুল হাসান (২৮)। তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্মরত ডাক্তার।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button