চকলেটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় চকলেটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মিজান সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় শিশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সকালে ওই শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য দশমিনা সদর ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিজানের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় মিজান তাকে দোকানের পাশে নিয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে শরীরে স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং ধর্ষন চেষ্টা চালায়। পরে ওই শিক্ষার্থী দৌড়ে পালিয়ে যায়।
দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, আজ আসামীকে আদালতে সোপর্দ করা হবে।