চাঁদপুর পদ্মা মেঘনায় ১ কোটি ৩৬ লাখ মিটার জাল ও ৪ প্রতিবন্ধীসহ ৩৯ জেলেকে আটক
রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পদ্মা মেঘনায় ১ কোটি ৩৬ লাখ মিটার জাল ও ৪ প্রতিবন্ধীসহ ৩৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
রফিকুল ইসলাম বাবু চাঁদপুর । চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৩৯ জেলে আটক করেছে নৌ পুলিশ। গত ২৪ ঘন্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ সীমানার বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করে।
এসময় মাছ ধরার ১২ টি নৌকা, ১ কোটি ৩৬ লাখ ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জাব্দ করা হয়েছে। আটক ৩৯ জেলের মধ্যে ২২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রমের কারাদন্ড এবং বাকিদের মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানায়, মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলে, জাল, নৌকা ও ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জেলে প্রতিবন্ধী কিশোর হওয়ায় অভিবাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।