চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইকে গলা কেটে হত্যা
মো.তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক আইনজীবীর বিরুদ্ধে ছোট ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ইলিয়াস বিশ্বাস তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলন কে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিলন একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
পুলিশ জানায়, আইনজীবী ইলিয়াস বিশ্বাস ও তার ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনের মধ্যে পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত ৯টার দিকে তাদের বিরোধ মীমাংসার চেষ্টা করে স্থানীয় ও পরিবারের লোকজন । তবে সমাধান হয়নি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাস ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মিলনের মৃতদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাস পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।