চাকরীর প্রলোভন দেখিয়ে তরুনীকে সংঘবদ্ধ ধর্ষন
পটুয়াখালী প্রতিনিধি

চাকরীর প্রলোভন দেখিয়ে তরুনীকে সংঘবদ্ধ ধর্ষন, দুই যুবক গ্রেফতার ।
পটুয়াখালীর গলাচিপায় চাকুরীর প্রলোভনে এক তরুনীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ওই দুই যুবক গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই তরুনীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে দু’দিন থাকার পর চাকুরী দিতে না পেরে গতকাল সকালে ফের গলাচিপা নিয়ে আসে। পরে বিকালে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে।
এক পর্যায়ে ওই তরুনী দৌড়ে পালিয়ে পার্শবর্তী একটি বাড়ীতে আশ্রয় নিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিদেবপুর থেকে দুই ধর্ষক কে গেফতার করে।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আজই আসামীদের আদালতে সোপর্দ করা হবে।