জামালপুরে বন্যার পরিস্থিতি ক্রমেই অবনতি, দুর্ভোগে হাজার হাজার মানুষ
জামালপুর প্রতিনিধি

জামালপুরে উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা-ব্রক্ষ্মপুত্র অন্য নদ-নদীর পানি বেড়েই চলেছে। ফলে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
গত২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬সেন্টিমিটার বেড়ে (আজ) রবিবার সকালে বিপৎসীমার ২৩সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানি হুহু করে প্রবেশ করছে বিস্তীর্ণ জনপদে। এতে ইসলামপুর-দেওয়ানগঞ্জসহ জেলার বন্যা কবলিত হাজার হাজার মানুষ দুর্ভোগ পড়েছে।
ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, পাথর্শী, নোয়ারপাড়া ও সাপধরি,চিনাডুলী ইউনিয়নের নিম্নাঞ্চলের পাট, সবজিসহ বিভিন্ন ফসল, রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে।