জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল
রেজাউল করিম বকুল,শেরপুর প্রতিনিধি

জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব-অধিকার পরিষদ শেরপুর জেলা শাখা।
শনিবার রাত নয়টায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিক্ষোভকারীরা তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেন। মিছিলটি শহরের খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে শুরু হয়ে সজবরখিলা ঘুরে একই এলাকায় এসে শেষ হয়।
মশাল মিছিলে পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি, জেলা শাখার যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, পেশাজীবি সংগঠনের আহবায়ক শহিদুল ইসলামসহ অর্ধশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।