ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আজমীর ইসলাম

নারায়ণগঞ্জের ফতুল্লা ডিগ্রীরচর এলাকার র্গামন্টেসরে থান কাপড় ও ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেনে আদলত। দণ্ডপ্রাপ্তরা হলঃ আলীরটেকের ডিগ্রীরচর এলাকার সালাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তার র্কমচারী ফয়সাল।   ৫০ হাজার টাকা র্অথদণ্ড এবং অনাদায়ে আরো ১বছররে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবনিা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করনে। পাশাপশি অন্য আরকে ধারায় তাদরে অপরাধ প্রমাণতি হওয়ায় দোষী সাবস্ত হওয়ায় ৩ বছররে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়ছে। একই সাথে ৫ হাজার টাকা র্অথদণ্ড এবং অনাদায়ে দুই মাসরে সশ্রম কারাদণ্ড। এ মামলায় দুইজনের অপরাধ প্রমাণতি না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করনে। তারা হলনে সোলমোন মিয়া ও মোহাম্মদ আলী হোসনে।
এর সত্যতা নশ্চিত করে র্কোট পুলশি পরর্দিশক আসাদজ্জামান জানান, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণেরভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করনে।

author avatar
Editor Online
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button