ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আজমীর ইসলাম

নারায়ণগঞ্জের ফতুল্লা ডিগ্রীরচর এলাকার র্গামন্টেসরে থান কাপড় ও ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেনে আদলত। দণ্ডপ্রাপ্তরা হলঃ আলীরটেকের ডিগ্রীরচর এলাকার সালাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও তার র্কমচারী ফয়সাল।   ৫০ হাজার টাকা র্অথদণ্ড এবং অনাদায়ে আরো ১বছররে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবনিা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করনে। পাশাপশি অন্য আরকে ধারায় তাদরে অপরাধ প্রমাণতি হওয়ায় দোষী সাবস্ত হওয়ায় ৩ বছররে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়ছে। একই সাথে ৫ হাজার টাকা র্অথদণ্ড এবং অনাদায়ে দুই মাসরে সশ্রম কারাদণ্ড। এ মামলায় দুইজনের অপরাধ প্রমাণতি না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করনে। তারা হলনে সোলমোন মিয়া ও মোহাম্মদ আলী হোসনে।
এর সত্যতা নশ্চিত করে র্কোট পুলশি পরর্দিশক আসাদজ্জামান জানান, সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণেরভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করনে।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV
author avatar
Editor Online
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button