ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে নদী-খালে অবমুক্ত করা হলো ১২টি কচ্ছপ

সবুজ হাওলাদার: মোংলা প্রতিনিধি

১২টি কচ্চপের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হলো সুন্দরবনের নদী-খালে। বুধবার বিকালে সুন্দরবনের কালিরচর সংলগ্ন ছেদনখালী খালে কচ্ছব গুলো অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন ও বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন,প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার,অষ্টিয়ার ভিয়েনা জু এর কিউরেটর মিঃ টনি ও করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।
অবমুক্ত করা কচ্ছপ গুলোর মধ্যে পূর্ব সুন্দরবনের করমজল কচ্ছব প্রজনন কেন্দ্রের ১০টি আর বাকী ২টি ভারত থেকে চলে আসা খুলনা ও পটুয়াখালী থেকে উদ্ধার হওয়া কচ্ছপ।
বন বিভাগের দাবী,স্যাটেলাইট বসিয়ে অবমুক্ত করা কচ্ছপ গুলোর মাধ্যমে সুন্দরবন সংলগ্ন নদী-খালে বন্য প্রানীর অবস্থান জানাযাবে
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button