বহিস্কৃত আওয়ামীলীগ নেত্রী ফেরদৌসী আলম নীলার নির্মিত ‘পূর্বাচল লেডিস ক্লাব’ গুড়িয়ে দিয়েছে রাজউক।
আজমীর ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বহিস্কৃত আওয়ামীলীগ নেত্রী ফেরদৌসী আলম নীলার নির্মিত ‘পূর্বাচল লেডিস ক্লাব’ গুড়িয়ে দিয়েছে রাজউক।
দুপুর থেকে বিকেল পর্যন্ত পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে খেলার মাঠ দখল করে এবং আবাসিক প্লটে গড়ে তোলায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
রাজউক জানায়, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ স্থানীয় কিছু ব্যক্তি রাজউকের জমিতে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মান করে দখল করে আসছিল।
রাজধানী উন্নয়ন কর্তৃৃপক্ষের নজরে এলে অভিযান চালিয়ে লেডিস ক্লাব ও ২৪ নাম্বার সেক্টরে লাভ ফরেস্ট রেস্ট্রুরেন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে আরোও উপস্থিত ছিলেন,রাজউকের জোন ৪ এর পরিচালক মুকসুদুল আরেফিন, অথরাইজড অফিসার মাসুক আহমেদ উর্ধ্বতন কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ অভিযান চলমান থাকবে বলে জানান রাজউক।