তিন বছর পর সোনামসজিদ ইমিগ্রেশন খুলছে ১২ মার্চ

মো.তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যেকার গুরুত্বপূর্ণ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট পথ খুলবে আগামী ১২ মার্চ।

চাঁপাইনবাবঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহেদ জানান, আজ বৃহস্পতিবার (০২ মার্চ) বিকেলে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার জানিয়েছেন- সোনামসজিদ মহদীপুর ইমিগ্রেশন চালুর সীদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১২ মার্চ বিকেল তিনটায় তিনি সোনামসজিদ ইমিগ্রেশনে উপস্থিত হয়ে উদ্বোধন করবেন। এর আগে সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন পরিদর্শন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টটির বিপরীতে পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদীপুর স্থলবন্দর।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button