দু’পক্ষের সংঘর্ষে চারজনকে কুপিয়ে জখম ও নারীসহ আহত ১৫
আজমীর ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে পূর্বশত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে চারজনকে কুপিয়ে জখম ও নারীসহ আহত ১৫ হয়েছে। দুপুরে উপজেলার মদনপুর আন্দিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত বছর জুয়েল নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরে হত্যাকরীদের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় নিহতের স্বজনরা।
দীর্ঘদিন কারাভোগের পর আসামিরা জামিনে বেরিয়ে বাড়িতে আসলে প্রতিপক্ষের লোকজন খবরপেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে জামিনে মুক্ত আসামিদের বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। এতে চারজনকে কুপিয়ে জখম ও উভয়পক্ষের নারী সহ ১৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বর্তমানের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।