নওগাঁর মান্দায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
মান্দা (নওগাঁর) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান

নওগাঁর মান্দা উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়নর প্রতিযোগিতায় মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে ১৬মে সোমবার সকাল ৯ টার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্ভোধন করা হয়েছে। উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন নুরুল্যাবাদ ইউনিয়ন বনাম কালিকাপুর ইউনিয়ন পরিষদ একাদশ।
উদ্ভোধনী খেলা উদ্ভোধন করেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, সেই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির মুন্শি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা এমদাদুল হক,মান্দা থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ ।