মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ী খুন
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মেয়ের জামাই এর হাতে শ্বাশুড়ি রহিমা বেগমকে (৫৫) খুন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৭ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ওই গ্রামের ইদ্রিছ মাতুব্বরের স্ত্রী। রহিমা, ৬ মেয়ে ও ১ ছেলের জননী।
স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জেরধরে শুক্রবার রাতে শাশুড়ী রহিমা বেগমকে তার মেঝ মেয়ের জামাই ইউনুস মোল্যা ওরফে সাগর চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। এসময় চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে মেয়ে জামাই ইউনুস পালিয়ে যায়।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নিহতের স্বামী ইদ্রিছ মাতুব্বর বাদী হয়ে মেয়ে জামাই ইউনুছ এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছেন।