নড়াইলে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ ও বিনামূলে চিকিৎসা সেবা প্রদান

হাফিজুল নিলু, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ সোমবার (০২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নড়াইলের লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে এসে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর পক্ষ থেকে লোাহাগড়ার দুঃস্থ ও অসহায় ৩ হাজার পরিবারের মাঝে ৩ হাজার কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরণ ছাড়াও  ক্যাম্পের পার্শ্বে এক মাদ্রাসা মাঠে দিন ব্যাপী ৫৫ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এখানে সেনাবাহিনীর ১১ জন অভিজ্ঞ ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং ফ্রি ঔষধ বিতরণ করেন।

এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি,ওএসপি, এসইউপি, এডবি¬উসি, পিএসসি, পিএইচডি; সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এনডিসি,পিএসসি; চিফ কনসালটেন্ট মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ,এসপিপি, এনডিইউ, পিএসসি সহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন,সেনা বাহিনীর শীতকালীন মোহড়া পরিদর্শন করতে এসেছি। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরন করে ও  ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করতে পেরে ভালো লাগলো। সেনা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button