নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে ১ জন নিহত
মো: রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে বেল্লাল হোসেন(৫৫) নামের একজন নিহত হয়েছ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন একই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরেই ওই এলাকার মৃত মকবুল মাষ্টারের ছেলে পায়াস, কামরুল ও অপর পক্ষ ওয়ারিশ বেল্লাল হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে আজ সকাল থেকে দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বেল্লাল হোসেন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । আটজনকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার অতিরিক্ত সার্কেল অফিসার শরিফ আল রাজীব।