নাটোরে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে আফতাব হোসেন ভোলন নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে কয়েন বাজারের দোগাছি এলাকায় অস্ত্র কেনা-বেচার সময় আফতাব হোসেন ভোলনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
পরবর্তীতে মামলার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে আফতাবকে ১০ বছর কারাদন্ডাদেশ প্রদান করে আদালত। এসময় আসামী আদালতে হাজির ছিলেন।