নাটোরে আম আহরণ এবং বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা 

নাটোর প্রতিনিধি:মোঃ রাশেদুল ইসলাম 

নাটোরে নিরাপদ আম উৎপাদন, আহরণ এবং বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে শনিবার সকাল সাড়ে দশটার দিকে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার, ইউএনও মারিয়াম খাতুনসহ বাগান মালিক ও আড়তদাররা।

এসময় বক্তারা বলেন, গত ২০ মে শুক্রবার থেকেই গোপালভোগ আম সংগ্রহ শুরু হয়েছে।  এরপর ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে ক্ষীরসাপাত, ৫জুন থেকে লক্ষণভোগ এবং ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে হাড়িভাঙ্গা, ফজলী ও আম্রপালি, ৩০জুন মল্লিকা, ১০জুলাই বারি- ০৪, ১৫ জুলাই আশ্বিনা, ১৫ আগষ্ট গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। অপরদিকে, মুজাফফর জাতের লিচু সংগ্রহ ইতিমধ্যে শুরু হলেও ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমার আগে কোন জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের অনুমতি নিয়ে গাছ থেকে আম ও লিচু সংগ্রহ করা যাবে। সভা শেষে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বাগান পরিদর্শন করেন।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button