নাটোরে এক ভাইকে কুপিয়ে হত্যা ও এক ভাইকে কুপিয়ে জখম

মিজানুর রহমান, নাটোর(পূর্বজোন)প্রতিনিধি

হাটের টেন্ডারকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নেতার ছেলে হেলাল সরদার নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের ভাই শিশির। নিহত ও আহত উভয়ে উপজেলার খামারনাচকৈড় মহল্লার শ্রমিক নেতা সাত্তার সরদারের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন তোহা নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) নাটোর শহরের চাঁচকৈড় ট্রাক শ্রমিক অফিসের সামনে এই ঘটনা ঘটে ।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানিয়েছেন, সকাল ১১টার দিকে শহরের চাঁচকৈড় ট্রাক শ্রমিক অফিসের সামনে বসেছিল হেলাল ও তার ভাই শিশির। এসময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষনা করে। গুরুতর আহত শিশিরকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীরা জানায়, গুরুদাসপুর পৌরসভার বিন্যাবাড়ি হাটের ইজারা নিয়ে প্রতিপক্ষ তাহের ও তোহার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button