নাটোরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই ।
নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে অটোভ্যান চালক মিলন হোসেন (৩০)কে হত্যা করে আটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধায় উপজেলার কদিমচিলান ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মিলন বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের ফখরুল ইসলামের ছেলে। পুলিশ ও পরিবারিক সুত্রে জানা যায়, ১৫ দিন আগে মিলন নতুন একটি অটোভ্যান কিনে বনপাড়া পৌর এলাকায় ভাড়ায় চালাতো। গতরাতে যাত্রী নিয়ে ভাড়া নিয়ে গেলে মিলন আর বাড়ি ফিরে আসেনি।
রবিবার সকালে নিহতের পরিবার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি অবহিত করলে পুলিশ তার কল ট্র্যাক করে লালপুরের চানপুর এলাকায় সন্ধান পায়। পরে সারাদিন খোঁজাখুঁজি পর সন্ধ্যায় কদিমচিলান ঘাটচিলান বিলে আখক্ষেতে তার লাশটি খুঁজে পায়।
লালপুর থানার ওসি মোহা: মোনোয়ারুজ্জামান জানান, রাজশাহী থেকে ক্রাইম সিন ইউনিট আসলে সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরন করা হবে। এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।