নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে ধর্ষণ মামলায় রাজা হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়ার মজিবর রহমানের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ও মামলার সুত্রে জানা যায়, ২০০২ সালে ৩ জুলাই সকালে নাবালিকা ভিকটিম রাজশাহী থেকে ট্রেনযোগে নাটোরের আব্দুলপুর রেল স্টেশনে এসে নামে। এ সময় সে এলাকা চিনতে না পারলে রাজা হোসেন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ভ্যানে করে মাধবপুর এলাকার একটি আখের জমিতে নিয়ে যায়। পরে সেখানে ওই নাবালিকাকে ধর্ষণ করে। এরপর তাকে তার চাচার বাড়ীর সামনে নামিয়ে দিয়ে চলে যায় রাজা হোসেন। পরবর্তীতে ভিকটিম এই ধর্ষণের কথা তার পরিবারকে জানালে ৫ জুলাই ভিকটিমের চাচি বাদী হয়ে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর থেকে রাজা হোসেন পলাতক ছিল। মামলায় রাজা হোসেনের বিরুদ্ধে পুলিশ চার্জশীট প্রদান করে। রাজা হোসেনের অনুপস্থিতিতেই মামলা চলমান ছিল। আজ সোমবার মামলার রায় ঘোষণার দিন ছিল। এ সময় রাজা হোসেন আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতের বিচারক তাকে আটক করে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।