নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের ইন্তেকাল
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হোক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এফবিসিসিআইয়ের পরিচালক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।
রোববার সন্ধ্যা ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর৷ তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, বিকেলে আমিনুল হক শহরের আলাইপুরস্থ নিজ বাসভবনে বিশ্রামরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করেন। এসময় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আমিনুল হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।