নারায়ণগঞ্জে একটি জুটের গোডাউন ও কাগজ ফ্যাক্টরিতে অগ্নিকান্ড
আজমীর ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে আসিব এন্টারপ্রাইজ নামে একটি জুটের গোডাউন ও কাগজ ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে ।
এতে ফ্যাক্টরি ও গোডাউনে থাকা কাগজ, কাপড় ও মেশিনারিজ সহ গোডাইনের পাশে একটি ভাড়াটিয়া বাড়ির ৫টি বসতঘর পুড়ে গেছে। খবরপেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
আসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব জানান, অগ্নিকান্ডে প্রায় ৭০/৮০ লাখ টাকার মেশিনারিজ, কাপড়, কাগজ পুড়ে গেছে।
আদমজী ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক রুহুল আমিন মোল্লা জানান, খবরপেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্তের পর জানানো যাবে।