নিখোঁজের দুইদিন পর উদ্ধার হলো এক অটোরিকশা চালকের লাশ
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর গারো পাহাড় থেকে রফিকুল ইসলাম (১৫) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার পাহাড়ি জঙ্গল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত অটোচালক পাশ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই গ্রামের জহুরুল হকের ছেলে।
এলাকাবাসী ও পলিশ সুত্রে জানা যায়, রফিকুল গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় মঙ্গলবার তার পিতা জহুরুল হক ঝিনাইগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তার অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা উইনিয়নের কুমরি এলাকায় পাওয়া যায়।
গেল বুধবার দুপুরে সীমান্তবর্তী পাহাড়ে এলাকাবাসী গারো পাহাড়ের জঙ্গলে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, নিহত রফিকুলের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।