নির্বাচন কমিশনের চাইতে নির্বাচন কালীন সরকার গুরুত্বপূর্ণ- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিধান চন্দ্র দাস, ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্বাচন কমিশনের চাইতে নির্বাচন কালীন সরকার গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঠাকুরগাঁও কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

মির্জা ফখরুল জানান, এবার একটি জাতীয় সংসদের উপনির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠ নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। সে কারনে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হলো। এর মধ্যদিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণিত হলো যে, দলিয় সরকারের অধীনে কোনো নির্বাচনি সুষ্ঠ সম্ভব নয়।

এর মধ্য দিয়ে আরও এটি বার্তা আসলো, নির্বাচন কমিশনের চাইতে নির্বাচন কালীন সরকার গুরুত্বপূর্ণ।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন। এর জন্য আমরা আন্দোলন শুরু করেছি। চট্রগ্রামের ১২ অক্টোবরের আন্দোলনের মধ্যদিয়ে সরকার পতনের আন্দোলন গুরুত্বপূর্ণ। প্রতি বিভাগে আন্দোলনের মাধ্যমে দ্রুতই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

মতবিনিময় সভায় জেলা ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সহ-সভাপতি নুর করিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button