নেত্রকোণায় দুর্গাপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মলয় রঞ্জন সরকার, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে সড়কের পাশে পানি জমাট গর্ত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স হবে আনুমানিক ৩০
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ডাকুমারা এলাকার শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশে গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, বুধবার সকালে স্থানীয়রা সড়কের পাশে পানি জমাট গর্তে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে জানায়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয়ের এই যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরনে হাফপ্যান্ট, গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর সেখানে ফেলে রাখে দুর্বৃত্তরা। তবে সবদিক মাথায় রেখে ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।