পদ্মা রেল সেতুর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আগামী জুনে রেল পথ চালু-রেলমন্ত্রী

মোহাম্মদ সুজন,মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আগামী জুনে রেল পথ চালু করা হবে ও সার্বিক কাজের অগ্রগতি ৭৩ ভাগ -রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে কাজের সুবিদার জন্য। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়টি সেটি হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজের যে অগ্রগতি,  আমরা আশা করছি যে আগামী জুনে আমার ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরু করতে পারবো। এইলক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরের পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন এলাকায়  এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, সামনে একটি নির্বাচন আছে, নির্বাচনী বছরে প্রকল্পের ৩ভাগের কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম।  ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩শতাংশ। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ ৮০শতাংশ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ভাগ কাজ শেষ হয়েছে,  আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে। সার্বিকভাবে ৭৩ভাগ কাজ শেষ হযেছে।

মন্ত্রী আরো বলেন, কাজ দিনরাত চলমান আছে, যেহেতু এখন কাজের মৌসুম, যেটুকু ধরে আসছি অগ্রগতি সন্তোষজনক।

এর আগে প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সিএসসি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন রেল সচিব ড. মোঃ হুমায়ুন কবীর,  রেলসংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন-সিসিজি, রেলওয়ে ডিজি শ্রী ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ।

পরে মন্ত্রী পদ্মাসেতুর জাজিরা সেতুর উপরে রেল নিয়ে রেলসংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button