পদ্মা সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু
ফরিদপুর প্রতিনিধি

পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা সেতু অতিক্রম করে ফরিদপুরের ভাঙ্গা হতে মাওয়া পর্যন্ত টেস্ট রান কার্যক্রম হিসেবে ট্রেন চালানো হয়েছে।
মঙ্গলবার দুপুর একটা পাঁচ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলক ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রীর নুরুল ইসলাম সুজন।
বেলা একটা পনেরো মিনিটে রেল ট্রাকের সাথে সাতটি বগি নিয়ে বিশেষ ট্রেনটি পদ্মা সেতু হয়ে মাওয়ার উদ্দেশ্যে ভাঙ্গা থেকে ছেড়ে যায়।
এ সময় পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার প্রমুখো উপস্থিত ছিলেন।