পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষনের অভিযাগ
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে পিতার বিরুদ্ধে মেয়েকে (১৮) একাধিবার ধর্ষনের অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল রাতে ওই তরুনীর পিতা দেলোয়ার (৫০) সিকদারের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করা হয় ।
স্থানীয়রা গতকালই দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। দেলোয়ার ডাবুলগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, এক মাস পূর্বে বিয়ের পর ওই তরুনীকে আনুষ্ঠানিকভাবে তুলে না দেয়ায় তিনি, তার বাবা ও মা একই ঘরে বসবাস করেন।
গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই তরুনী তাদের বসতঘরের বারান্দায় ঘুমাতে যায়। রাত এগারোটার দিকে দেলোয়ার ওই তরুনীর চৌকিতে গিয়ে মুখে গামছা চেপে ধরে জোরপূর্বক একাধিবার ধর্ষন করে। লোক লজ্জার ভয়ে বিষয়টি ওই তরুনী কাউকেই জানায় নি।
পরে শুক্রবার সকালে ওই তরুনীকে বাড়িতে একা পেয়ে মুখ চেপে ফের জোরপূর্বক ধর্ষন করে। এসময় প্রতিবেশিরা বিষয়টি দেখে ফেলে দেলোয়ারকে আটক করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই তরুনীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামীকে আদালতে প্রেরন করা হবে।