পিরোজপুরের ৭টি ট্রলারের শতাধীক জেলেদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুর প্রতিনিধি

বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় পিরোজপুরের ৭টি ট্রলারের শতাধীক জেলেদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন।
পরিবারের সচ্ছলতার আশায় সাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের নিখোঁজ জেলেদের পরিবারে এখন চলছে শোকের মাতম। নিখোঁজ সংবাদ পাওয়ার পর থেকে জেলে পল্লীতে কান্নার পাশাপাশি চলছে যোগাযোগের প্রচেষ্টা।
আসবে বলে প্রতিক্ষায় থেকে ২ দিন অতিবাহিত হলেও কোন সংবাদ না পাওয়ায় নিখোঁজ জেলেদের স্বজনেরা এখন দিশেহারা। তাদের পরিবারের সদস্যরা মহাজনদের সাথে একাধীকবার যোগাযোগ করেও কোন সন্ধান না পাওয়ায় তারা মারাত্মক ভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ে পিরোজপুরের ৭টি ট্রলারের শতাধীক জেলেদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিখোঁজ জেলেদের মধ্যে পাড়েরহাট মৎস্য পল্লীর একই পরিবারের ৬ সদস্য রয়েছে।
তবে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পিরোজপুরের ৭টি ট্রলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, তবে নিখোঁজ নয়। নিখোঁজ ট্রলারের মধ্যে রয়েছে পিরোজপুর সদরের ২টি ও ইন্দুরকানীর ৫ টি ।