পুলিশ এখন জনগনের বন্ধু হিসেবে পরিনত হয়েছে : স্বরাষ্ট্র্রমন্ত্রী
বরিশাল প্রতিনিধি

বরিশালের মুলাদী থানার ভবনের উদ্বোধন করেন
স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
’পুলিশ বাহিনী এখন অনেক এগিয়ে গেছে। পুলিশ এখন জনগণের সঙ্গে থাকে। পুলিশ এখন জনগনের বন্ধু হিসেবে পরিনত হয়েছে। আস্তার যায়গায় পরিনত হয়েছে। পুলিশকে আমরা আরো আধুনিক ও সু সজ্জিত করছি’।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের মুলাদী থানার সাড়ে ছয় কোটি টাকা ব্যায়ে চারতলা নবনির্মিত ভবনের উদ্বোধন কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
নবর্নির্মিত ভবনের ফলক উন্মোচনের পরে নবনির্মিত ভবনের সামনে মাঠে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে অংশগ্রহন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য আল: শাহে আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামানসহ অন্যানরা।
ভবন উদ্বোধন ও আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ভবনটি সারে ছয় কোটি টাকা ব্যায়ে নির্মান করেছে সরকারের গনপূর্ত বিভাগ।