প্রতিবন্ধী অটোরিক্সা চালককে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিক্সা ছিনতাই
আজমীর ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় অন্তর নামে এক প্রতিবন্ধী অটোরিক্সা চালককে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিক্সা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে মাসদাইর এলাকার একটি ভাড়া বাসায় একাই বসবাস করতো।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান,স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠায়। চালক প্রতিবন্ধী তার বাম পায়ের নিচে অংশ নেই। ধারণা করা হচ্ছে, রাতে কোন এক সময় ছিনতাইকারীদের কবলে পর সে। ছিনতাইয়ে বাধা দিলে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিক্সা নিয়ে যায় পালিয়ে যায় তারা। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।