প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের সর্বত্রই আজ উন্নয়নের বিপ্লব ঘটেছে : ব্যবসায়ী নেতারা
নরসিংদী প্রতিনিধি

জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের সর্বত্রই আজ উন্নয়নের বিপ্লব ঘটেছে এবং উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে নিয়মিত ট্যাক্স প্রদান করতে সকল ব্যাবসায়ীদের প্রতি অনুরুধ জানিয়েছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতারা।
আজ বৃহস্পতিবার (০২ মার্চ) মাধবদী হেরিটেজ রিসোর্টে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
নবনির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে এ বার্ষিক সাধারণ সভায় প্রয়াত সকল সদস্যদের মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ শহাসিনার দক্ষ নেতৃত্বে দেশের সর্বত্রই আজ উন্নয়নের বিপ্লব ঘটেছে বলেও উল্লেখ করেন বক্তারা।
উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে নিয়মিত ট্যাক্স প্রদান করতে সকল ব্যাবসায়ীদের প্রতি অনুরোধ জানান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি। পরে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামিম নেওয়াজ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী ও গাজীপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী , নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ তুষার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আমানত শাহ গ্রুপ অব ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান হেলাল মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস প্রমুখ।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী বৃন্দ।