প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ নিয়ে শ্রীবরদীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রেজাউল করিম বকুল - শেরপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ নিয়ে শেরপুরের শ্রীবরদীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেনশন ইউনিটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
তিনি বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বাস্তবায়নে পরিবর্তনের বিভিন্ন দিক। এর আগে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণের নানা দিক তুলে ধরে উপস্থাপন করেন সহকারি কমিশনার সালাউদ্দিন বিশ্বাস।
উদ্যোগগুলো হলো, পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষাসহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।
কর্মশালায় অংশগ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান,গণমাধ্যম কর্মীসহ সুধীবৃন্দ্ব।