প্রেমের অপরাধে কলেজ ছাত্রকে ন্যাড়া করে দিলো প্রেমিকার পরিবার
পটুয়াখালী প্রতিনিধি: সোহাগ রহমান

পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রেমের অপরাকে এক কলেজ ছাত্রকে মাথা ন্যাড়া করে দিয়েছে প্রেমিকার পরিবার। এঘটনায় গতকাল সন্ধ্যায় ওই কলেজ ছাত্রের মা বাদী হয়ে ৪ জনের নামে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছে। রাতেই সদর ইউনিয়নের দক্ষিন কাজির হাওলা গ্রামে অভিযান চালিয়ে রিয়াজ হাওলাদার ও মামুন হাওলাদার নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বছর খানেক আগে রাঙ্গাবালী সরকারী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ওই ছাত্রের সঙ্গে কাছাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই জের ধরে গতকাল দুপুরে ওই ছাত্রীর পরিবার তাকে দক্ষিন কাজির হাওলা গ্রামে ডেকে নেয়। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে শিকল দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে এবং ব্লেড দিয়ে মাথার চুল অর্ধেক কেটে দেয়।
রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান জানান, গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরন করা হবে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।