ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বাড়ীতে দুর্বৃত্তদের হামলা,ভাংচুর ও লুটপাট
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী দাদন মীরের বাড়িতে দুর্বৃত্তদের দ্বারা হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল গভীর রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের সাঁওথার নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দাদন মীরের বড়ভাই সৌদি প্রবাসী শাহ আলম মীর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়েরের পর ঘটনা তদন্তে ভাঙ্গা থানা পুলিশ এলাকা পরিদর্শন করেছে।
জানা গেছে, প্রবাসী দাদন মীরের নব নির্মিত ওই বাড়িতে পরিবারের সদস্যরা ওই দিন কেউ না থাকায় দুর্বৃত্তদল সংঘবদ্বভাবে গভীর রাতে বিল্ডিংয়ের লোহার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নীচতলা এবং দোতলায় থাকা ফ্যান,লাইট,আসবাবপত্র সহ বিভিন্ন দামী মালামাল ভাংচুর করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এ,এস আই মনির হোসেন জানান,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শণ করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন