ফেনীতে ৮শ কৃষক পেল কৃষি উপকরণ

ফেনী প্রতিনিধি

ফুলগাজী উপজেলায় ব্যক্তি উদ্যোগে ৮শ প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আলহাজ্ব সুলতান আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্প্রতিবার সকালে ফুলগাজী উপজেলা পরিষদ প্রঙ্গণে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।

এসময় ৪শতাধির কৃষকের মাঝে ১০ কেজি করে সার, প্রতিটি ইউনিয়নে ৯টি করে কিটনাশন ছিটানোর স্প্রে মেশিন ও এক কেজী করে সরিষা বীজ দেয়া হয়। এসকল কৃষি উপকরণ পেয়ে খুশি কৃষকরা।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button