বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারনার অভিযোগে ০৩ টি নকল স্বর্ণের মূর্তিসহ চার কালোবাজারিকে আটক করেছে র্যাব-১২

০৯ জুন ২০২২ ইং তারিখ রাতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার দুপচাঁচিয়ায় খোলাশ মধ্যপাড়ায় ০৪ জন প্রতারক নকল সোনার মূর্তি রেখে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন খোলাশ মধ্যপাড়াস্থ ধৃত আসামী মোছাঃ মোমেনা বিবি (৩৫), পিতা-মৃত মোকসেদ আলী এর বসতবাড়ির ভিতর অভিযান পরিচালনা করে কালোবাজারি মোছাঃ মোমেনা বিবি (৩৫), সাং-খোলাশ মধ্যপাড়া,মোঃ শহিদুল ইসলাম (৪৮) খোলাশ মধ্যপাড়া, মোঃ আব্দুর রশিদ (৬০)এবং মোঃ সামসুল ইসলাম (৩২) ০৩ টি নকল স্বার্ণের মূর্তি, ০১ টি সিএনজি, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নেই । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে ।