বটগাছের নীচে দাঁড়িয়ে সেলফি তোলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু
মোঃ শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে সেলফি তোলার সময় বজ্রপাতে মোঃ শাহ আলম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের দাড়িয়াপুরে এ ঘটনা ঘটে।
শাহ-আলম উত্তর পৈরতলা এলাকার মোঃ সাউয়াল মিয়ার ছেলে। পরিবার সদস্যরা জানান, শাহ আলম তার তিন বন্ধুর সাথে দাড়িয়াপুর এলাকায় একটি বটগাছের নিচে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলছিল। এ সময় রোদেলা দিনেই আকস্মিক বজ্রপাত হয়। এতে বজ্রপাতের শিকার হয়ে অচেতন হয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।