বনলতা ট্রেনে আগুন
মো.তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস টেনে আগুনের ঘটনা ঘটেছে। এতে যাত্রী বা বগির কোন ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে পড়ে খ এবং গ বগির যাত্রীরা। তবে পুড়ে যায় স্টোর রুমে থাকা আসবাব পত্র।
বিষয়টি যাত্রীরা টের পেয়ে ট্রেনের দায়িত্বপ্রাপ্তদের জানালে ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাবনার চাটমোহর স্টেশন এলাকায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান,বনলতা আন্তঃনগর ট্রেনটি পাবনার চাটমোহর স্টেশন পৌঁছানোর আগেই খ এবং গ বগির মধ্য স্থানের একটি স্টোর রুম থেকে কালো ধোয়া বের হতে থাকে এবং বিষাক্ত গন্ধ দুটি বগিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে চাটমোহর স্টেশনে ট্রেন থামিয়ে আগুন নিভিয়ে ট্রেন ছাড়া হয়। পরে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগী রেলওয়ে ব্যবস্থাপক (পাকশী) শাহসুফী নুর মোহাম্মদ জানান,ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।