বরিশালসংবাদ সারাদেশ

দীর্ঘ ৮ বছর পর বরগুনা জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল

বরগুনা প্রতিনিধি

দীর্ঘ ৮ বছর পর বরগুনা জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার সকাল দশটায় বরগুনার সার্কিট হাউস ময়দানে।(১৬ নভেম্বর) সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্ধকে বরণ করতে বরগুনা সেঁজেছে নতুন সাঁজে। সম্মেলনের মাধ্যমে দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী নবীন প্রবীনের সমন্বয়ে নতুন কমিটি হবে বলে প্রত্যাশা দলের তৃণমূল নেতাকর্মীদের।

১৬ নভেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯৯২ সালে সম্মেলনের মধ্য দিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু  সাধারন সম্পাদক হিসেবে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। দীর্ঘ ৩০ বছর ধরে শীর্ষ এই দুটি পদে সভাপতি সম্পাদক হিসেবে এই দুইজন দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ ২০১৪ সালে সম্মেলন অনুষ্ঠিত হলেও সেখানেও তারাই সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্বভার পান। ফের দীর্ঘ ৮ বছর পর বরগুনা জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই সম্মেলনকে ঘিরে জেলার নেতৃত্ব পেতে নেতৃবৃন্দ তৃণমুল থেকে কেন্দ্র পর্যন্ত দৌড়ঝাঁপ ও জোর লবিং শুরু করেছে। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় এবার সম্মেলন কেমন হবে সেটি নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। তবে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে তাদের ভরসা কেন্দ্রীয় নেতারাই।

গুগল নিউজে ফলো করুন Mohona TV গুগল নিউজে ফলো করুন Mohona TV

নবীণ প্রবীণের সংমিশ্রণে আগামী দিনের জেলা আওয়ামীলীগের কমিটি হলে দলীয় কর্মকান্ড আরো গতিশীল হবে। শক্তিশালী হবে আওয়ামীলীগসহ সকল অঙ্গ, সহযোগী সংগঠন। তাই দলীয় সভানেত্রীর প্রতিশ্রতি অনুযায়ী পরিবর্তনের দাবী নবীন নেতৃবৃন্ধের।

দলীয় সভানেত্রীর নির্দেশনা মতে কাউন্সিল অনুষ্ঠিত হবে বললেন বর্তমান সভাপতি ও সম্পাদক। এই কাউন্সিল এর ফলে বরগুনার আওয়ামীলীগ আরো শক্তিশালী হবেন বলে মনে করছেন তারা।

সম্মেলন উপলক্ষে বরগুনা আসবেন দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্ধ তাই তাদের বরণ করতে বরগুনা সাজানো হচ্ছে নতুন সাঁজে। শেষ পর্যায়ে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি।

জেলা আওয়ামীলীগের সম্মেলন স্বত:¯পুর্তভাবে তৃণমুল নেতাকর্মীদের অংশগ্রহণ ও আশা আকাঙ্খার সুষ্ঠু প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা করে তৃণমুল নেতাকর্মীরা।

author avatar
Editor Online
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button