বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে পড়ে চায়না শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীয় কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লি থেকে পড়ে ঝাউ জো পিং (৫২) নামের এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে ধানখালী ইউনিয়নের আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পরে বেশ কিছু চাইনিজ শ্রমিক ও বাঙালী শ্রমিক ওই বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লিতে (৮৬ ফুট উপরে) কাজ করছিলো। এসময় ঝাউ জো পিং সেখান থেকে নিচে পড়ে যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। কাজ করার সময় তার সেইফটি বেল্ড ছিলোনা বলে জানা যায়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button