বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, বিদেশি পিস্তল জব্দ
আতিকুর রহমান আমিন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ শ পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম (৩৪), হাজীর মাজার বস্তির হারুন মিয়ার ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে হাজীর মাজার বস্তির বটতলার সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসা চলিছে এমন গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নূরুল ইসলামের বসত বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে নূরুল ইসলাম জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কেনা বেচা করে থাকেন। তার বিরুদ্ধে ডিএমপি এবং জিএমপির বিভিন্ন থানায় ৫ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।