বিয়ের ২ মাস পর স্বামী জানতে পারল স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা
পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবতীকে (১৮) একাধিকবার ধর্ষনের অভিযোগ উঠেছে ইয়াসিন হাওলাদার (৫০) নামে এক মুদি দোকানীর বিরুদ্ধে ।
এতে ওই যুবতী ৭ মাসের অন্তসত্তা হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল রাতে ওই যুবতীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ওই যুবতীর মা বাবা প্রায় প্রতিদিনই গভীর রাতে নদীতে মাছ শিকারে যেতেন। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানী ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই যুবতীকে তার ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষন করে। পরে ওই যুবতীর দুই মাস আগে বিয়ে হলে গত ৪ জুন স্বামীর বাড়িতে তার শাররীক পরিবর্তন দেখে বিষয়টি সবার নজরে আসে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ওই যুবতীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।